মাঈন উদ্দিন আবির
জন্ম: অক্টোবর ২৫, ১৯৯৯ সাল, ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। পিতা জয়নাল আবেদিন, মাতা সামছুন নাহার। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি পঞ্চম। শৈশব থেকেই যিনি দূর কল্পনায় চষে বেড়িয়েছেন শব্দ ও বর্ণমালার মিশেলে তৈরি লাঙ্গল নিয়ে। একাডেমিক পড়াশোনা ইংরেজি সাহিত্যে। লেখালেখি করেন বাংলায়। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত। লেখালেখির পাশাপাশি তিনি একজন ভ্রমণ পিপাসুও। তাই ব্যাগ সদা তৈরী। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন অজানা-অচেনা গন্তব্যে; আর অবলোকন করেন চারিধার। অবসরের সময়গুলোতে হাতে তুলে নেন কলম; সখ্য গড়েন শব্দের সাথে বর্ণের। সাহিত্যের দর্পণে তুলে ধরেন মানব জীবন। সাদার উপর কালোর আস্তরণ টেনেছেন প্রেম, যুদ্ধ, ভালোবাসা, নৈরাজ্য আর যতসব অব্যক্ত, অপ্রকাশিত অভিযোগ নিয়ে। ‘Art for Man’s মতাদর্শের পাশাপাশি তিনি বিশ্বাস করেন মানবধর্মে।
মফস্বলের প্রতিষ্ঠান থেকে শিক্ষা জীবনের হাতেখড়ি। আমিরাবাদ এম.এম. আলিম মাদ্রাসা থেকে একাধারে দাখিল (এসএসসি) ও আলিম (এইচএসসি) শেষ করেন। একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবেও নিযুক্ত ছিলেন তিনি। জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ‘ইংরেজি ভাষা ও সাহিত্যে’ স্নাতক শেষ করেন। পাশাপাশি ইসলামী আরাবি বিশ^বিদ্যালয়ের অধীনে কামিলে (মাস্টার্স) অধ্যয়নরত।