সুকুমার বড়ুয়া Sukumar Barua- বাংলাদেশের নন্দিত ছড়াশিল্পী। তাঁর ছন্দকুশলতা, ভাবনা-স্বকীয়তা এবং বিষয়-চমকতা পাঠকের মনে মুহূর্তেই আনন্দ সঞ্চার করে। পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, ঠুসঠাস ছড়া সমগ্র, ১০০ ছড়াসহ প্রায় ত্রিশটি ছড়াগ্রন্থের রচয়িতা সুকুমার বড়–য়া বাংলা একাডেমী, শিশু একাডেমী, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর মজার পড়া ১০০ ছড়া গ্রন্থে শিশু-কিশোরদের মন ছুঁয়ে যাওয়া নির্বাচিত শত ছড়া স্থান পেয়েছে।
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.