ফজল শাহাবুদ্দীন আমি ফজল শাহাবুদ্দীন কবি আমি জানি একাত্তরে আসিয়া কেমন করিয়া যেন। জানিয়াছি দেখিয়াছি শুনিয়াছি বুঝিয়াছি। জগত মহাজগত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অন্তরীক্ষ শূন্যতা এবং মহাশূন্যতা সবকিছু আলাে অন্ধকার উষালগ্ন গেল রাত্রি সন্ধ্যা জনপদ এবং মধ্যদিন সবকিছু জন্ম মৃত্যু তৃষ্ণা ক্ষুধা প্রজনন প্রেম প্রণয় মল্লার মল্লিকা এবং প্রারম্ভ নির্বাণ সবকিছু প্রকৃতি এবং মহাপ্রকৃতির দৃশ্যমান আর অদৃশ্য জানিয়াছি সবকিছু বিধাতার সেই চিরবিরতিহীন বিলয়হীন ভালােবাসার একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ মাত্র আমি এই ভালােবাসার নিসর্গে ডুবিয়া থাকিব বাঁচিয়া থাকিব চিরকাল চিরদিন। হায় জগতের একটি বিন্দু হইয়া ধরিত্রীর একটি কোণে কোথাও। বিধাতার ভালােবাসার একটি কণা হইয়া বাঁচিয়া থাকিতে কী সুখ কতাে আনন্দ কতাে তৃপ্তি পরিতৃপ্তি আমি বাঁচিয়া থাকিব ভালােবাসিব ভালােবাসিতে থাকিব।
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.