শাহেদ আলী
শাহেদ আলী (১৯২৫-২০০১)। লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিক।। জন্ম সিলেটের সুনামগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ। অধ্যাপনা করেছেন বগুড়ার আজিজুল হক কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও ঢাকার আবুজর গিফারি কলেজে। তদুন মজলিসের অন্যতম প্রতিষ্ঠাতা, একসময় দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসেবেও। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে । খেলাফতে রব্বানী পার্টির প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন ১৯৫৪ সালে। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারি হলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। স্কুলে পড়ার সময়েই সাহিত্যচর্চার সূত্রপাত। তাঁর প্রথম। ছােটগল্প ‘অশ্রু’ প্রকাশিত হয় ১৯৪০ সালে মাসিক সওগাত-এ। বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন প্রভাতী, সৈনিক, দৈনিক বুনিয়াদ, মাসিক সবুজপত্র ও ইসলামিক একাডেমি পত্রিকা। তার উল্লেখযােগ্য গল্পগ্রন্থ জিবরাইলের ডানা, একই সমতলে, অতীত রাতের কাহিনী; উপন্যাস হৃদয়নদী; নাটক বিচার। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, তঘমায়ে ইমতিয়াজ ও একুশে পদকসহ অনেক সম্মাননা অর্জন করেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.