সাধন চক্রবর্তী মূলত ছড়াকার। কবিতাও লিখেন। ১৯৪৩ খ্রিস্টাব্দের ২৩শে জানুয়ারি তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী ও মাতা কমল কামিনী চক্রবর্তী। তিনি ১৯৬১ খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৬৫ খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে ১৯৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত ফলদা আরএসইউ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সামাজিক ও সাংস্কৃতিক নানা সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন। স্ত্রী, সন্তান ও নাতি-নাতনি নিয়ে তিনি বর্তমানে টাঙ্গাইলে স্থায়ীভাবে বসবাস করছেন। তার বহু ছড়া, কবিতা স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। ‘সাত রঙের ছড়া’ তার প্রথম ছড়াগ্রন্থ।