গাজী মুনছুর আজিজ
গাজী মুনছুর আজিজ। পেশায় সাংবাদিক। জন্ম ১ ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়ার চন্দনীমহল গ্রামে। বেড়েওঠা ও পড়াশােনা সেখানেই। পৈত্রিক বাড়ি চাঁদপুর সদরের নানুপুর গ্রামে। বাবা মাে. মুনছুর গাজী, মা মরিয়ম বেগম। লেখালেখি করছেন পাখি-প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য, লােকসংস্কৃতি, ভ্রমণ ও ফ্যাশন বিষয়ে। সম্পাদনা করছেন ঈদের শুভেচ্ছাপত্র ঈদ উৎসব। ২০০১ সালে চাঁদপুরে প্রতিষ্ঠা করেন গাজী আবদুর রহমান পাঠাগার। এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, গাছের চারা রােপণ ও বিতরণ, ইলিশ আডডা, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযােগিতাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়ােজিত মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য। বজলুর রহমান স্মৃতিপদক প্রতিযােগিতায় তার একাধিক প্রতিবেদন। স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকাশিত মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ প্রতিবেদন বইয়ে। পেয়েছেন ডি. নেট, পিএসটিসি ও এমসিসি সংস্থা আয়ােজিত নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রতিযােগিতায় রাইট থ্রি নাগরিক সাংবাদিকতা পুরস্কার। প্রশিক্ষণ নিয়েছেন বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে। বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য হিসেবে বাংলাদেশের পাখি বিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রমের সঙ্গে জড়িত। জড়িত আছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে। দেশের বাইরে পাখি দেখতে গিয়েছেন ভুটান ও ভারত। প্রকাশিত গ্রন্থ : রূপসী বাংলার রূপের খোঁজে (ভ্রমণ); পজিটিভ বাংলাদেশ (প্রতিবেদন); ভ্রমণের দিন (ভ্রমণ); ফাদার মারিনাে রিগন (জীবনী); ভুটান দার্জিলিং ও অন্যান্য ভ্রমণ (ভ্রমণ); বাংলাদেশ ভ্রমণসঙ্গী (যৌথ)। বর্তমানে কর্মরত আছেন দৈনিক আলােকিত বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.