শেখ ফজলল করিম
Sheik Fazlal karim- রংপুর জেলার কাকিনা (বর্তমান লালমনিরহাট জেলার অন্তর্গত) গ্রামে ১৮৮৩ সালের ১৪ই এপ্রিল জন্মগ্রহণ করেন। কাকিনা স্কুল থেকে ১৮৯৯ সালে মধ্য ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হন। কাকিনার সাহারিয়া প্রিন্টিং ওয়ার্কস থেকে তাঁর সম্পাদনায় বাসনা (১৯০৮-১৯১০) নামক মাসিক পত্রিকা প্রকাশিত হয়। আদর্শস্থানীয় মুসলিম মনীষীদের জীবনচরিত, প্রবন্ধ, কবিতা রচনাসহ সাহিত্যের সব ধারায়ই তাঁর অনায়াস পদচারণা ছিল। শেখ ফজলল করিমের ‘স্বর্গ ও নরক’ কবিতাটি বাংলার হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের অন্তরকে আলোড়িত করেছিল। পরিত্রাণ কাব্য (১৩১০), পথ ও পাথেয় (১৯১৩), বিবি রহিমা (১৯১৮), রাজর্ষি এবরাহীম (১৯২৪), পয়গাম্বরগণের কাহিনী ইত্যাদি তাঁর প্রকাশিত গ্রন্থ। ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.