বুলবন ওসমান
বুলবন ওসমান শেখ আজিজুর রহমান ওরফে সাহিত্যিক শওকত ওসমান ও সালেহা ওসমানের প্রথম সন্তান। জন্ম ১৮ই মার্চ ১৯৪০, মামাবাড়ি হাওড়া জেলার ঝামটিয়া গ্রামে। পৈতৃক ভিটে হুগলি জেলার সবলসিংহপুর গ্রাম। ১৯৫০ সালে দুই বাংলায় বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাধলে পুরাে পরিবার চট্টগ্রামে চলে আসে। বুলবন ওসমান সরকারি এম.ই. স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন । ১৯৫৩ সালে চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি ১৯৫৭ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ। ১৯৫৭ সালে চট্টগ্রাম কলেজে আই.এ. ক্লাসে ভর্তি, ১৯৫৯ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে বি.এ. অনার্সে। ১৯৬২ সালে অনার্স এবং ১৯৬৩ সালে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ ।। ১৯৬৭ সালে প্রকাশিত হয় প্রথম কিশাের উপন্যাস কানামামা'। এটি ঐ বছরের শ্রেষ্ঠ পুস্তক হিসেবে ইউনাইটেড ব্যাংক পুরস্কার লাভ করে। ১৯৬৬ সালে সরকারি চারুকলা মহাবিদ্যালয়ে শিল্প। সম্পর্কিত সমাজতত্ত্বের প্রভাষক হিসেবে যােগ দান।। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যােগ দেন। কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়মিত করতেন স্বরচিত কথিকা পাঠ। সরকারি চারুকলা মহাবিদ্যালয় ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়। ১৯৯৫ সালে অধ্যাপকের পদ লাভ। ইতােমধ্যে স্বশিক্ষিত শিল্পী হিসেবে দুটি জলরঙ ও একটি প্যাস্টেল ও একটি তৈলচিত্র প্রদর্শনী হয়। একটি করেন ছাপচিত্র প্রদর্শনী ড্রাইপয়েন্টে। কলকাতায় করেছেন দুটি প্রদর্শনী। ১৯৭৩ সালে শিশু-সাহিত্যের জন্যে বাংলা একাডেমী পুরস্কার লাভ। ২০০৭ সালে নেত্রকোনা থেকে পেয়েছেন ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ।। ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ। বর্তমানে পরিপূর্ণভাবে লেখালেখিতে ব্যস্ত।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.