ফরিদ কবির
তার বর্ণনাভঙ্গি এতােই সংক্রামক যে সেই আচ্ছন্নতা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে পাঠকের পক্ষে, এমনকি পাঠের অনেক পরেও যে কোনাে ছন্দেই তিনি অনায়াস। এমন অনেক ছন্দও তিনি ব্যবহার করেছেন যার উদাহরণ বাংলা কবিতায় বিরল। পদ্য বা গদ্য- যে-কোনাে রচনায় বরাবর সৃষ্টিশীল এবং প্রথাবিরােধী এই কবি-লেখকের জন্ম ঢাকায়, ১৯৫৯ সালের ২২ জানুয়ারিতে। বড় হয়েছেন। পুরােনাে ঢাকার জিন্দাবাহারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ফরিদ কবির মাস্টার্সে পড়লেও পরীক্ষা দেননি। মুদ্রণ ব্যবসা দিয়ে জীবিকা শুরু করলেও পেশা বদল করেছেন বারবার। ব্যবসা ছেড়ে চাকরি করেছেন ব্যাংকে, সেটা ছেড়ে যােগ। দিয়েছেন সাংবাদিকতায়; সহকারী সম্পাদক ও অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন দৈনিক ‘জনপদ’, ‘আজকের কাগজ, ভােরের কাগজ ও ‘আমাদের সময়’-এ। আর, এখন আছেন। জনসংযােগ পেশায়, বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে। এ ছাড়াও, সম্পাদনা করেছেন শিল্পসাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সাপ্তাহিক ‘কাগজ’ ও মাসিক নতুনধারা। কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনাসহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫টি। ঝর্ণা ইয়াসমীন তার স্ত্রী এবং মুগ্ধ চন্দ্রিকা তার একমাত্র মেয়ে।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.