আহমেদ শিরতাজের জন্ম ১৯৭৫ সালের ৫ মে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাট চুকান আলমডাঙ্গাতেই। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত । স্ত্রী ও দুই কন্যা নিয়ে তার পারিবারিক জীবন।
নিজের সম্পর্কে আহমেদ শিরতাজের অভিব্যক্তি হচ্ছে- ‘আমার পরিচয় আপনাদের মাঝে ছড়িয়ে আছে। আমি অন্তরে প্রচণ্ড ভবঘুরে, কিন্তু বন্দি। আমার সবচেয়ে ভালো লাগে কিছু লিখতে। আমি ভাব ছন্দে লিখি। আমার জীবনে এ ছাড়া কোনো ছন্দ নেই। ছানাকাটা দুধের মতো আমি। ভালোবাসতে গিয়ে এমনভাবে আলাদা হয়েছি আর মিশতে পারিনি। ভণ্ডামি ভীষণ অপছন্দ করি, মিথ্যা আর আর অসততার সংস্পর্শে বিচলিত হই। মিথ্যার মুখোশ আমার অন্তর চেনে। আবেগ আর অনুরাগকে প্রেমানলে শুকিয়ে কিশমিশ বানিয়েছি। প্রয়োজন পড়লে অশ্রুতে ভিজিয়ে জাবর কাটি। যুদ্ধের ধ্বংসস্তূপে আমার জন্ম। এ ছাড়া আমার অন্য কোনো উৎস নেই।'
প্রকাশিত কাব্যগ্রন্থ- কবিতা ও গল্পের সন্নিকটে 2023।