রাহাত খান (উপন্যাসিক)
রাহাত খানের জন্ম কিশােরগঞ্জ জেলার চারশাে বছরের পুরােনাে এক পরিবারে, ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর। সপ্তম শ্রেণী থেকে ময়মনসিংহ শহরে থাকা শুরু। অর্থনীতি ও দর্শন নিয়ে বি.এ. পাশ ঐ শহরের আনন্দমােহন কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে এম.এ. পাশ করে প্রায় আট বছর ঢাকার জগন্নাথ কলেজসহ বেশ ক’টি কলেজে অধ্যাপনা করেন। এরপর ১৯৬৭ সালে সাংবাদিকতার পেশায় ঢুকে যাওয়ার শুরু থেকে ইত্তেফাকেই, ১৯৯৬ সাল থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক। প্রায় ৪০ বছরের দীর্ঘ সাহিত্য জীবন। গল্প লেখা দিয়ে শুরু। পরে উপন্যাসে হাত দেওয়া। লেখায় বাহুল্য শব্দ বা বাক্য ব্যবহার করেন না। মানুষ এবং মানুষের জীবনকে ঘিরেই যা কিছু তার সাধনা। প্রায় সারা পৃথিবী ঘুরেছেন। লেখকের জীবন যাপন করেছেন বরাবর, নিজেও বােধকরি তাঁর গল্পউপন্যাসের চরিত্রের মতাে একটু বেহিসেবী, একটু বেপরােয়া তবে করে-ছাড়ার মতাে একটি চরিত্র। হৃদয়ের মাপটা বরাবরই বড়। মানুষের ও নিজের প্রতিনিয়ত বদলে যাওয়ার ছাপ আছে রাহাত খানের গল্প-উপন্যাসে। একটি নিজস্ব ভাষা-শৈলীর অধিকারী তিনি। সাহসী ও শক্তিমান, জীবনকে ছুঁয়েছেন, দেখার ও শেখার পরিচয় দিচ্ছেন বারবার।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.