আহমেদ মাওলা
আহমেদ মাওলা জন্মগ্রহণ করেন ৪ঠা মে ১৯৭১ সালে চট্টগ্রামে। বাবা: শফিক আহমেদ, মা: শামসুন নাহার। চার ভাই চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পৈতৃক নিবাস ফেনী দাগনভূঁঞা উপজেলার দেবরামপুর গ্রামে। ছোটবেলার বেশ খানিকটা সময় কেটেছে গ্রামে। কৃতী ছাত্র আহমেদ মাওলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৯১) ও স্নাতকোত্তর (১৯৯২), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার' শীর্ষক গবেষণার জন্য এম.ফিল (২০০০) এবং 'চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ণ' শীর্ষক অভিসন্দর্ভের জন্য পি.এইচ.ডি (২০০৫) ডিগ্রি লাভ করেন। লেখালেখি শুরু স্কুল জীবন থেকেই। সমকালীন পত্র- পত্রিকায় তাঁর অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। স্বচ্ছ গদ্যভঙ্গি ও চারুতায় দীপ্ত তাঁর লেখা ইতোমধ্যে সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর বিভিন্ন গ্রন্থ-মুক্তিযুদ্ধের সাহিত্য (১৯৯৩), ইমদাদুল হক মিলনের কথাসাহিত্য (১৯৯৩), বাংলাদেশের কথাসাহিত্য: প্রবণতাসমূহ (১৯৯৭), নজরুলের কথাসাহিত্য মনোলোক ও শিল্পরূপ (১৯৯৭), বাংলাদেশের উপন্যাসের সমাজতত্ত্ব (২০০৪), রফিক আজাদ: কবি ও কবিতা (২০০৭), একুশের চেতনা ও বাংলাদেশের সাহিত্যের রূপ রূপান্তর (২০১৪), রবীন্দ্রনাথ: উপন্যাসের মানুষগুলো (২০১৩), মাধ্যমিক বাংলা সহপাঠ (সংকলন ও সম্পাদনা, (২০০৭), বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার (২০০৯), মাধ্যমিক বাংলা রচনা সম্ভার (যৌথ) (২০০৯) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে। তিনি বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সহকারী অধ্যাপক হিসেবে বিভিন্ন কলেজে কাজ করেছেন। ২০১২ সালে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। স্ত্রী আয়েশা আক্তার স্বপ্না এবং দুই কন্যা নেভরা আহমেদ নির্বাচিতা ও ফাল্গুনী আহমেদ দীপিকা।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.