প্রফেসর হাওলাদার
প্রফেসর আব্দুর রব হাওলাদার। বাবা মরহুম হযরত আলী হাওলাদার। মা মরহুম মােমেনা খাতুন। পটুয়াখালি জেলার ঐতিহাসিক মসজিদ বাড়িয়ার সুলতানাবাদ গ্রামে ৭ জুলাই ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। বর্তমাসে তিনি সপরিবারে ধানমণ্ডি আবাসিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। এলএল.বি ও ই.পি.সি.এস পাস করলেও সরকারি চাকরি, বা আইন ব্যবসা তাঁকে আকর্ষণ করতে পারেনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের একটি পােস্ট গ্রাজুয়েট কোর্স পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. ডিগ্রী লাভ করেন। ১৯৭২ সাল থেকে ধারাবাহিকভাবে দৈনিক অবজারভার, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ টাইমস, দৈনিক সংবাদ, দৈনিক ইনকিলাব, সাপ্তাহিক চিত্রালী, পূর্বাণী, পূর্ণিমা প্রভৃতি দেশিয় পত্রপত্রিকায় তার প্রচুর গবেষণামূলক। প্রবন্ধ-নিবন্ধ, সাক্ষাৎকার, সেই ধারাবাহিকতায় দীর্ঘ ৪২ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। আন্তর্জাতিক ক্ষেত্রে দৈনিক এক্সপ্রেস, অবজারভার, প্যাট্রিয়টসহ বিভিন্ন পত্রিকায় তাঁর সচিত্র প্রতিবেদন বহুবার ছাপা হয়েছে।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.