রমজান মাহমুদ
রমজান মাহমুদ। কবি। শিশুসাহিত্যিক।
লিখে থাকেন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, লিমেরিক, ক্লেরিহিউ ইত্যাদি।
তুখোড় ছন্দশিল্পী হিসেবে এই সাহিত্যকর্মী বেশ জনপ্রিয়। তিনি যেন শব্দ নিয়ে খেলেন, তৈরি করেন শব্দের রঙিন মালা। স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি, শব্দবিন্যাসের নিপুণতা, গতিময় ছন্দের চমৎকার গাঁথুনি, বিষয়ের অভিনবত্ব তার ছড়া-কবিতার সহজাত বৈশিষ্ট্য। তার গদ্যের ভাষা মিষ্টি, উপাদেয়, সুখপাঠ্য।
দেশবিদেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা-ম্যাগাজিনে নিয়মিতলেখালেখি করেন। সম্পাদনা করেন ছোটদের সাহিত্য পত্রিকা ‘কিশোর কাগজ’, ছড়াবিষয়ক ছোট পত্রিকা ‘ছড়ার কাগজ’, লিমেরিকবিষয়ক ছোট পত্রিকা ‘লিমেরিক’। নিরীক্ষাপ্রবণ এই সাহিত্যকর্মী ইতোমধ্যে অর্জন করেছেন পাঠকপ্রিয়তা।