রণেশ দাশগুপ্ত
রণেশ দাশগুপ্ত জন্ম ১৯১২ সালের ১৫ জানুয়ারি ভারতের ' আসামে। পৈতৃক নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ। ভারতের বাঁকুড়া জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও কলকাতার সিটি কলেজ থেকে আইএসসি পাস করেন। ব্রজমােহন কলেজে অধ্যয়নকালে কমিউনিস্ট রাজনীতিতে যুক্ত হন। ১৯৩৮ সালে গড়ে তােলেন প্রগতি লেখক সংঘ ঢাকা পৌরসভার নির্বাচনে ' রণেশ দাশগুপ্ত কমিশনার নির্বাচিত হন। ১৯৫৮ সালে বামপন্থী রাজনীতির কারণে প্রায় নয় বছর জেলে কাটান। দৈনিক সংবাহ দেশের প্রগতিশীল পত্রপত্রিকায় কাজ করেছেন। ১৯৭৫-এ কলকাতায় গিয়ে আর ফেরেননি। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা করেছেন। উল্লেখযােগ্য বই উপন্যাসের শিল্পরূপ, শিল্পীর স্বাধীনতার প্রশ্নে আয়ত দৃষ্টিতে আয়ত রূপ, আলাে দিয়ে আলাে জ্বালা, রহমানের মা ও অন্যান্য। অনুবাদ : ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা। মৃত্যু ৪ নভেম্বর '১৯৯৭, কলকাতায়। ১৯৯৮ সালে তাকে মরণােত্তর একুশে পদক দেওয়া হয়।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.