কবি ফারুক হোসেন খান ১৯৭৭ সালের ১০ অক্টোবর ঢাকার ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ, ফসলের মাঠ ও বংশীর স্রোত যেন তাঁর কাব্যচেতনার ভেতর চিরন্তন প্রভাব রেখে গেছে। তিনি কবিতাকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলতে চান—“সকল জীবন কবিতা হয়ে উঠুক”—এই একান্ত কামনায়।