আবু সুফিয়ান
আবু সুফিয়ানের জন্ম ১৯৭০ সালে । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতােকোত্তর ডিগ্রী লাভ করেছেন। তার রচনার বড় বৈশিষ্ট্য হচ্ছে সহজতা, রসময়তা এবং উইট। স্বচ্ছ পর্যবেক্ষণ, বাহুল্যহীন ভাষা এবং নিজস্ব বাচনভঙ্গি তাকে পাঠকপ্রিয়তা এনে দিয়েছে। বর্তমানে টেলিভিশন। দর্শকদের কাছে নাট্যকার ও পরিচালক হিসাবে আরাে বেশি পরিচিত ও দারুণ জনপ্রিয় এই লেখকের লেখা পত্র-পত্রিকায় ছাপা হচ্ছে নব্বই দশকের গােড়া থেকে। প্রথম আলাে, ভােরের কাগজ, যায়যায়দিন, আজকের কাগজ, যুগান্তর, ইত্তেফাকসহ দেশের প্রায় সবগুলাে কাগজেই নিয়মিত লিখেছেন। ভােরের কাগজ ও প্রথম আলােতে নিয়মিত কলাম ‘আধঘণ্টা’ ও ‘পৌনে একঘণ্টা’ তাকে ব্যাপকভাবে জনপ্রিয় লেখক হিসাবে পরিচিত করে তােলে। ইউরােপ ও এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণের ওপর তার লেখাগুলাে পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে। ইতােমধ্যে ছয়টি উপন্যাসসহ প্রকাশিত গ্রন্থ পনেরটি। লেখালেখির সাথে যুক্ত আবু সুফিয়ান বর্তমানে টেলিভিশনের জন্যে নিয়মিতভাবে নাটক রচনা ও পরিচালনা করছেন। তার মেগা ধারাবাহিক নাটক ‘নীড়ে তার নীল ঢেউ’ ও ‘মৌচাকে ঢিল’-এর ব্যাপক সাফল্যের পর এখন এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘টমেটো ক্যাচাপ'। এছাড়াও সম্প্রতি সমঝােতা, এপার্টমেন্ট সমাচার, অজ্ঞানপার্টি, স্বপ্ন..., ব্র্যান্ড ইয়াদ আলী, অতিথি কাহনসহ আরাে বেশকিছু নাটক উচ্চ প্রশংসিত হয়েছে, দর্শকমহলে । জনপ্রিয় এই লেখক দর্শকনন্দিত নাট্যকার ও নির্দেশক হিসাবেও খ্যাতিমান হয়ে উঠেছেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.