প্রদীপ কুমার কর্মকার
কবি প্রদীপ কুমার কর্মকার লেখালেখি করছেন দুই যুগেরও অধিককাল ধরে। প্রচারবিমূখ বলেই তিনি বই প্রকাশে আগ্রহী ছিলেন না। শুভাকাক্সিক্ষদের প্রেরণায় প্রথম কবিতার বই ‘উচ্ছ্বসিত নদী’ প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৬-তে। ছোটগল্পের বই ‘এক ঝুড়ি গল্প’ প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে। এবার প্রকাশিত হল উপন্যাস ‘কপোত কপোতি’। তার রচিত কবিতা, ছোটগল্প বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে।
অনেক গুণের অধিকারী এই লেখকের জন্ম ১৯৬০ সালের ১৩ মার্চ পটুয়াখালী সদর উপজেলার নতুন বাজার, চরপাড়ায়। পিতা শ্রী নরেন্দ্র লাল কর্মকার এবং মাতা শ্রীমতি যমুনা বালা কর্মকার।
কবি প্রদীপ কুমার কর্মকার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এক্টোপ্যারাসাইট শাখা) হিসেবে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-ঢাকায় কর্মরত। একজন প্রকৃত পেশাজীবী ও সংগঠক হিসেবে তার খ্যাতি ও সুনাম রয়েছে।
তিনি বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেডের শিল্পী। বর্তমানে বাংলাদেশ বেতার-ঢাকার নিয়মিত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ বেতারের রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে খুলনা, চট্টগ্রাম, বরিশাল বেতারে সংগীত পরিবেশন করে আসছেন।
এছাড়াও তিনি ‘কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ’ ভোলা জেলা শাখায় পরপর দুইবার সভাপতি নির্বাচিত হন। তিনি ‘বিসিএস লাইভস্টক অ্যাসোসিয়েশন’ এবং ‘বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন’র একজন সক্রিয় কর্মী।
লেখালেখি, পেশাগত ও সামাজিক কল্যাণে তার সংশ্লিষ্টতা অনুকরণীয়।