মাহবুব বুলবুল
মাহবুব বুলবুল। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দেবীপুর গ্রামে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ মোশাররাফ হোসেন এবং মাতা মোছাঃ সালেহা বেগম। তিনি ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এ (অনার্স) ও ১৯৯৭ সালে এম এ ডিগ্রী লাভ করেন। ঢাকায় অধ্যয়নকালে বিপরীত উচ্চারণ,বাংলা সাহিত্য পরিষদ,শাপলা কুঁড়ির আসর,কচি কাঁচার আসর, জাতীয় খেলাঘর আসর,ঝাল ছড়া সন্ধ্যা, স্বদেশ সংস্কৃতি সাহিত্য আসরে নিয়মিত অংশগ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করেন। তৎকালীন সময়ের বিশিষ্ট কবি-সাহিত্যিক সুফিয়া কামাল, আল মাহমুদ,ড.আশরাফ সিদ্দিকী, ড.কাজী দীন মোহাম্মদ, সানাউল্লাহ নূরী,ড.এস এম লুৎফর রহমান এবং বিশিষ্ট লেখক ও অভিনেতা আরিফুল হক প্রমুখ ব্যক্তিদের উষ্ণ সান্নিধ্যে ধন্য হন। তিনি ঢাকায় অবস্থানকালে ডাকসু কালচারাল টীম ও নাট্যমঞ্চ বাংলাদেশের সফল নাট্যকর্মী এবং 'কলম সেনা' সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকার ক্রিসেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কয়েক বছর চাকুরী করার পর নিজ এলাকায় ফিরে এসে ২০০৪ সালে তিনি মালঞ্চ টেকনিক্যাল কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তাঁর ছড়াগ্রন্থ- ১| কোলা ব্যাঙের জামাই (১৯৯৭) ২| দাও উড়িয়ে শ্বেত পতাকা (২০২৪)। সম্পাদনা করেছেন সাহিত্য পত্রিকা 'শাপলা শালুক'ও 'প্রচ্ছদ'। বর্তমানে তিনি তটিনী সাহিত্য সংসদের সভাপতি এবং 'তরঙ্গ' সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য 'স্বপ্নসিঁড়ি একুশে সম্মাননা-২০২১ লাভ করেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.