সামিহা মাহজাবিন অর্চি, জন্মগ্রহণ করেছেন ১৪ই এপ্রিল, ২০০৯ সালে। বর্তমানে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে নবম শ্রেণিতে অধ্যয়নরত।
ছোটবেলা থেকেই বাড়িতে বই পড়ার একটা আবহ পেয়েছেন। বই পড়ার প্রতি আগ্রহ থেকেই তার লেখালেখির শুরু। পেয়েছেন প্রিয়জনদের উৎসাহ, অনুপ্রেরণা এবং অব্যাহত সহযোগিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু ও সত্যজিৎ রায়ের ফেলুদা তার প্রিয় চরিত্রগুলোর তালিকার শীর্ষে রয়েছে। এ চরিত্রগুলোর সাথে পরিচয়ের পর থেকে তার মধ্যে লেখার তাগিদ প্রবল হয়ে ওঠে। তারপর নিজেই গোয়েন্দা-আ্যাডভেঞ্চার কাহিনি লেখার উদ্যোগ নেন। সেই তাগিদ থেকেই বছরখানেক আগে তিনি লিখে শেষ করেন তার প্রথম উপন্যাসÑ ‘পালংকি রহস্য’।