জালাল খান ইউসুফী
ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক জালাল খান ইউসুফী মূলত কবি হলেও বহুমাত্রিক প্রতিভার অধিকারী এ মানুষটি সিলেট জেলার ওসমানীনগরে জন্মগ্রহণ করেন। বাবা মুক্তিযুদ্ধের সংগঠক পুঁথিকবি ইউসুফ খান। মা সুরতুননেছা চুরতি। দশ ভাইবোনের মধ্যে কবি তৃতীয়। তিনি বাবার হাত ধরে পুঁথিসাহিত্যে প্রবেশ করে পরবর্তীতে আধুনিক সাহিত্যে উঠে এসে একাধিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তাই সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক বলে বিশেষ পরিচিতি রয়েছে। বিশেষত তিনি পুঁথিসাহিত্য গবেষক, পুঁথি রচয়িতা ও পুঁথিশিল্পী। ১৯৯২ সালে ইউনিসেফ বাংলাদেশ থেকে পুঁথিকাব্যের জন্য প্রশংসাপত্র পেয়েছেন। পুঁথিসম্রাট উপাধি প্রাপ্ত এ কবির শতাধিক পুঁথিকাব্য প্রকাশিত হয়েছে। গল্প-উপন্যাস-কবিতা-ছড়া প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত গ্রন্থের সংখ্যাও শতাধিক। শিশু-কিশোরদের জন্য রচিত উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ- বৃষ্টি গিয়েছিলো পরীর দেশে, একাত্তরের কিশোর যোদ্ধা, জলপরী ও জিন্নিয়া, যামদো ও রামদো ভূতের গল্প, জেলে ও ডাকাতের গল্প, শুভ্র তুলোর নাও (কিশোর কাব্যগ্রন্থ), চিরিপ চিরিপি কিরিপ কিরিপ (শিশুতোষ ছড়াগ্রন্থ), নীল সবুজের পাল (কিশোর কাব্যগ্রন্থ) ইত্যাদি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু-কিশোরদের জন্য রচিত 'বঙ্গবন্ধু জাতির পিতা বিশ্ববন্ধু' গ্রন্থের ছড়াগুলো বঙ্গবন্ধুকে শিশুকিশোরদের সাথে জাতিসংঘের সদর দপ্তর থেকে উপাধি পাওয়া বিশ্ববন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেবে। শিশুকিশোররা জানবে কে ছিলেন সেই 'বঙ্গবন্ধু জাতির পিতা বিশ্ববন্ধু।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.