আনজীর লিটন (জন্ম ১৭ জুন ১৯৬৫) একজন বাংলাদেশী ছড়াকার ও শিশুসাহিত্যিক। তিনি বাংলাদেশ শিশু একাডেমির বতর্মান মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন : লিটন ১৯৬৫ সালের ১৭ই জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। সেখানেই তার শৈশব ও কৈশোর কেটেছে। তার প্রথম লেখা দৈনিক জাহান-এ প্রকাশিত হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন।
কর্মজীবন : ১৯৯২ সালে লিটনের রচিত প্রথম বই খাড়া দুটো শিং প্রকাশিত হয়। শিশুদের জন্য সাহিত্য রচনার পাশাপাশি তিনি টেলিভিশন ও বেতারের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন।
২০১৬ সালে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেন। তিনি এই পদে মোশাররফ হোসেনের স্থলাভিষিক্ত হন।
সাহিত্যকর্ম
খাড়া দুটো শিং (১৯৯২)
আগে গেলে বাঘে খায়
বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে
সাদা গাছের পাতা
সবুজ ঘাসের সাইকেল
গুড বয় ব্যাড বয়
ছোটদের নাটিকা
ভূতের গলির ভূত
প্রিয় ছন্দে নতুন দোলা
রঙের পুকুর
লালপরীর লাল টমেটো
রঙের দেশে তুলির রাজা
পুরস্কার ও সম্মাননা
অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার
এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
কুসুমের সেরা সাহিত্য পুরস্কার
ফুটতে দাও ফুল সম্মাননা পদক
অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার
শিশুসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২০)
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.