মাইদুর রহমান রুবেল
গণমাধ্যমেই ১ যুগের বেশি কাজ করছেন মাইদুর রহমান রুবেল। টেলিভিশনে সবমিলিয়ে প্রায় ৯ বছর। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন এবং লুৎফুননেছা বেগমের জ্যৈষ্ঠ সন্তান তিনি। একাডেমিকভাবে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং এলএলবি পাশ করে আদালত পাড়ায় ঘোরাঘুরির বদলে ঘুরপাক খাচ্ছেন গণমাধ্যমে। ২০১১ সালে প্রকাশিত হয়েছে তাঁর ছোট গল্পগ্রন্থ 'ফ্রেন্ড রিকোয়েস্ট'। এছাড়া নিয়মিত সম্পাদনা করছেন সৃজনশীল সাহিত্যের কাগজ 'কালস্রোত' এবং বাংলাদেশের একমাত্র ভূত বিষয়ক পত্রিকা 'ভূত ডটকম'। বেড়ানো আর আড্ডাপ্রিয় মানুষ তিনি। ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের আইইটি স্কুল এর ম্যাগাজিন এবং এলাকাভিত্তিক ছোট কাগজে শুরু হয় লেখালেখির হাতেখড়ি। পুরোদমে যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জের স্থানীয় খবরের কাগজে লেখালেখির মাধ্যমে। পরে জেলার গণ্ডি পেরিয়ে দৈনিক যুগান্তরের মাধ্যমে অভিষেক ঘটে জাতীয় দৈনিকে লেখার। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুগান্তরের স্বজন সমাবেশের সভাপতির দায়িত্ব ছিল তার কাঁধে। এর আগে প্রথম আলো বন্ধুসভাসহ প্রায় কুড়িখানিক সংগঠনের সাথে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। এর বেশিরভাগ সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করতে হয়েছিল একই সাথে। বর্তমানে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড 'আরটিভি'র নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.