কে জি মোস্তফা
একজন লব্ধপ্রতিষ্ঠ কবি ও একজন খ্যাতিমান গীতিকারের মিলিত সত্তার নাম কে জি মােস্তফা। পেশায় সাংবাদিক, কে জি মােস্তফা ১৯৩৭ সালের ১লা জুলাই নােয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। মেধাবী ছাত্র হিসেবে তিনি মাধ্যমিক স্কুলে মহসীন বৃত্তিধারী ছিলেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী (সম্মানসহ) লাভ করেন। ১৯৫৮ সাল থেকে সাংবাদিকতার শুরু তৎকালীন দৈনিক ইত্তেহাদে শিক্ষানবিশী হিসাবে। তখনও তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরবর্তীকালে ঐ একই সালে দৈনিক মজলুমের সহ-সম্পাদক। ১৯৬৮ সালে সাপ্তাহিক জনতার সহ-সম্পাদক এবং ১৯৭০ সালে প্রাক্তনমন্ত্রী মরহুম কফিল উদ্দীন চৌধুরীর প্রেসসেক্রেটারী। সেই সময় তৎকালীন পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক রেডিও সার্ভিসের জন্য মনােনীত হলেও মুক্তিযুদ্ধের কারণে তিনি চাকরিতে যােগদান করেননি। স্বাধীনতা লাভের পর প্রথমে দৈনিক গণকণ্ঠ, পরে দৈনিক স্বদেশের চীফ রিপাের্টার । পরবর্তীতে দৈনিক জনপদের কূটনৈতিক রিপাের্টার হিসেবে কাজ করেন। নূপুর' নামে একটি মাসিক পত্রিকাও ঐ সময় তিনি সম্পাদনা করতেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.