শওকত জাহিদ
নিকটবর্তী অজস্র বন্ধুজনের বিস্ময়কে পাশ কাটিয়ে কাব্যচর্চা, লেখালেখি এবং রাজনীতির দুরূহ মেলবন্ধন দৃঢ়তা লাভ করেছে তর ভেতরে। ১৯৬৭ সালের ১৪ জুলাই জন্ম নিয়ে সময়ের আবর্তনেই ফরিদপুরে স্থায়ী হয়ে যান শওকত জাহিদ। পিতা বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী এবং মাতা সাহিত্যানুরাগী আক্তারী বানুর তৃতীয় সন্তান তিনি। প্রকৃতি, সমাজ, সংস্কৃতি এবং রাজনৈতিক অভিঘাতপ্রসূত চলমান বাস্তবতা বস্তুত তার কাব্যচর্চার উপাদান। ইতিমধ্যে তার চারটি কাব্যগ্রন্থ, দুটি ছোটগল্প গ্রন্থ এবং একটি শিশুদের জন্য 'ছোটদের বঙ্গবন্ধু' বই প্রকাশিত হয়েছে।