নাজিব ওয়াদুদ
নাজিব ওয়াদুদ
নাজিব ওয়াদুদের জন্ম ২০ জুলাই ১৯৬১, রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শ্যামপুর গ্রামে। স্থানীয় মাসকাটাদীঘি বহুমুখী হাইস্কুল থেকে এসএসসি, রাজশাহী সরকারী কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এমবিবিএস পাশ করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসাবে কর্মরত। প্রকৃত লেখালেখি শুরু ১৯৮১ সালে, যদিও হাতেখড়ি কৈশােরে, ছড়া দিয়ে কাক ও কারফিউ, মেঘভাঙা রােদ, আবাদ, দখল, পাখির কান্না, সুন্দরী মেয়েটির নাক বোঁচা, জীয়নকাঠি, আরাে দুটি খুন, খনন, মৃত্যুঞ্জয় মারা গেছে, পদ্মাবতী প্রভৃতি গল্প লিখে। ব্যাপকভাবে আলােচিত ও প্রশংসিত হন। উপন্যাস, নাটক ও প্রবন্ধ লেখেন। গত দেড় দশকব্যাপী ছােটগল্প, প্রবন্ধ ও উপন্যাস অনুবাদ করে একজন দক্ষ অনুবাদক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তিনি লিটল ম্যাগাজিন ‘নন্দন’ সম্পাদনা করেন। ইতােমধ্যে বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।