চয়ন বিকাশ ভদ্র
Chayan Bikash Bhadra প্রকৃত নাম- বিকাশ কুমার ভদ্র। আনন্দমোহন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে ১ম শ্রেণিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেশা: অধ্যাপনা (বিসিএস ক্যাডার (সাধারণ শিক্ষা))। ক্যাডার-এ প্রভাষক, উদ্ভিদবিজ্ঞান পদে যোগ দেন ১৯৯৯ সালে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে অধ্যাপনা করেছেন ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ ইত্যাদি নামকরা প্রতিষ্ঠানে। বর্তমানে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহলিা কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি জন্মগ্রহণ করেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আউটধার গ্রামে। বর্তমানে স্থায়ী নিবাস ময়মনসিংহের তারাকান্দায়। মা গীতা ভদ্র, বাবা স্বর্গীয় প্রাণতোষ ভদ্র চন্দন। ব্যক্তিজীবনে স্ত্রী লিপিকা সরকার মনি এবং দুই ছেলৈ প্রত্যয় ভদ্র অর্ক ও স্বগ্নীল ভদ্র অয়ন কে নিয়ে তাঁর সংসার। উদ্ভিদ ও প্রকৃতি বিষয়ক লেখালেখি ছাড়াও তিনি একজন ছড়াকার। ইতোপূর্বে প্রকাশিত তাঁর শিশুতোষ ছড়ার বইগুলো হলো ফিরছে ছোটন বাড়ি(২০১২), চাঁদের বুড়ি ও অন্যান্য ছড়া(২০১৩), ছড়িয়ে দিলাম ছড়া(২০১৪) এবং আকাশ যদি হতো (২০১৮) এবং শিশুতোষ গল্পের বই ছোটন ও তার ভূতো ভন্ধু(২০১৯)।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.