দিলারা হাশেম
বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যয়ন শেষ করার আগে থেকেই দিলারা হাশেম লেখালেখি শুরু করেন। ১৯৬৬ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘ঘর মন জানালা বাংলাদেশে একটি অতি জনপ্রিয় উপন্যাস হিসেবে সুভাস দত্তর পরিচালনায় ও কবরীর প্রযােজনার ১৯৭৩ সালে বলাকা মন নামে চলচিত্র হয়ে প্রকাশিত হয় । সৈয়দ ওয়ালিউল্লার পর প্রথম বাঙালি সাহিত্যিক যিনি বিদেশে অবস্থানকালে ১৯৯৫ সালে উপন্যাসের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন। উত্তর আমেরিকার ভারতীয় সাংস্কৃতিক সংগঠন। কল্লোল তাঁকে বঙ্গ সম্মেলনে ২০০২ সালে বিশেষ সাহিত্য পুরস্কারে ভূষিত করে। গল্প সমগ্র, কাব্য সংকলন, উপন্যাস মিলিয়ে দিলারা হাশেমের গ্রন্থসংখ্যা প্রায় ৩০। ২০১০ সালে উত্তর আমেরিকা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসােসিয়েশন তাকে সাহিত্যেজীবনকালীন সাফল্যের জন্যে বিশেষ সম্মানে ভূষিত করে। বাংলাদেশে আরাে যে-গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কারগুলাে তিনি পেয়েছেন—তার মধ্যে আছে ‘অনন্যা’ সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, সরােজিনী নাইড় স্বর্ণপদক। তার গল্প উপন্যাস নিয়ে বিটিভি, এন টিভি-তে বেশ কিছু নাটক সম্প্রচারিত হয়েছে।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.