মুস্তফা হাবীব
নিসর্গপ্রেমী, সমাজ সচেতন, রুদ্ররসে সিক্ত সত্য সৌন্দর্যে নান্দনিক কবি মুস্তফা হাবীব বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন ইসলামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ১৯৬৫ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহন করেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘স্বপ্নের মুখােমুখি জীবন’ ১৯৮৭’র ফেব্রুয়ারিতে আগামী প্রকাশনী থেকে ছাপা হয়। অন্যান্য গ্রন্থের মধ্যে একটু দাঁড়াও সুমিত্রা’ (কাব্য), “নিসর্গ রমণী (কাব্য), একমুঠো স্বর্ণকমল’ (কাব্য), নীলমণিদের ঘুড়ি’ (কিশােরকাব্য), ময়ুর নীলিমা’ (গল্প), এইসব জলের নুপুর (উপন্যাস), ‘ডিজিটাল এই দেশে’ (ছড়া) বিশেষভাবে উল্লেখযােগ্য। তিনি কবিতায় অসামান্য অবদানের জন্য জাতীয় পর্যায় ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার' মাদার তেরেসা সম্মাননা এবং অতীশ দিপঙ্কর স্বর্ণপদক লাভ করেন। তিনি ‘অরুণিম’ নামে একটি সাহিত্যের কাগজ সম্পাদনা করেন। বৈষয়িক কারনে ১৯৯৩ সালের ১লা নভেম্বর থেকে গ্রামীণ জনপদে অবস্থান করছেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.