আলমগীর শাহরিয়ার
আলমগীর শাহরিয়ার একজন কবি, প্রাবন্ধিক ও গবেষক হিসেবে সুপরিচিত। জন্ম জল-জোছনার জনপদ সুনামগঞ্জের ছাতকে। শৈশব-কৈশোর কেটেছে সিলেটের বিশ্বনাথে। ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয় জীবনে একজন কৃতী বিতার্কিক ও সংগঠক হিসেবে সুপরিচিত ছিলেন। বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব (BHDC)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবস্থায় দৈনিক মানবজমিন-এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে গবেষণা-সহযোগী হিসেবে কাজ করেছেন একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। বর্তমানে কর্মরত আছেন বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকায়। একজন লেখকের আত্মপ্রকাশের দীর্ঘ প্রস্তুতি থাকা দরকার বিশ্বাস করেন বলেই প্রথম কাব্যগ্রন্থ 'নিদাঘ দিনের গান' প্রকাশ হয় লেখালেখি শুরুর প্রায় এক দশক পর ২০২০-এ। হয়ে ওঠে পাঠকপ্রিয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখেন। প্রকাশ হয়েছে অনেক পাঠকনন্দিত কলাম। সাংগঠনিক কার্যক্রমের জন্য নানা সম্মাননা পেয়েছেন। 'এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ'-এ কলেজ পর্যায়ে সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবসহ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন। ব্যক্তিজীবনে মানুষ নানা কিছু হবার বাসনা পোষণ করলেও আলমগীর শাহরিয়ার আকৈশোর একজন লেখক হবার স্বপ্নই ফেরী করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে প্রকাশিত 'রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা' তাঁর প্রথম গবেষণাগ্রন্থ।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.