হুমায়ূন রহমান
হুমায়ুন রহমান ১৯৬৬ সালের ১ জানুয়ারি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পাটিতাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মাতা- মনোয়ারা বেগম, পিতা- আব্দুর রহমান। নয় ভাই বোনের মধ্যে দ্বিতীয়। লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন। সাহিত্যের অন্যান্য শাখায়ও তার বিচরণ রয়েছে। নিজ গ্রামের পাঠশালায় পড়াশুনা শুরু করেন। বানিয়াকাঠি হেমন্ত পন্ডিতের পাঠশালা থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর দীর্ঘা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পড়াশুনা শুরু করলেও এসএসসি পাস করেন স্বরুপকাঠি উপজেলার বলদিয়া উচ্চ বিদ্যালয় থেকে। কলেজ জীবন কেটেছে স্বরূপকাঠি কলেজে। এরপর জগন্নাথ কলেজ, সিটি ল কলেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সর্বশেষ আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমএড করেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.