হালিম আজাদ। লেখক নাম হালিম আজাদ হলেও প্রকৃত নাম মোহাম্মদ আবদুল হালিম। সাংবাদিক ও কবি। তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাংলা) উপপ্রধান বার্তা সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ-ত্বকী মঞ্চের সদস্যসচিব। মুক্তিযুদ্ধে অবদানের জন্য হালিম আজাদকে বিশেষ সম্মাননা ‘স্বপ্ন’ প্রদান করা হয়েছে।
হালিম আজাদ ১৯৫৫ সালে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ হাকিম আলী ছিলেন বৈঠকী গানের শিল্পী। তার ছিল একটি গানের দল। মাতা আমেনা খাতুন। চৌদ্দ ভাইবোনের মধ্যে কবি হালিম আজাদ সবার ছোট।
হালিম আজাদ কানাইনগর ছোবহানিয়া হাই স্কুল থেকে এসএসসি, তোলারাম কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেন। ১৯৬৯ সালে অষ্টম শ্রেণীতে পড়াকালে স্কুলের বার্ষিক ম্যাগাজিনে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। একই বছর জাতীয় পত্রিকা দৈনিক আজাদ-এ একটি কবিতা প্রকাশিত হয়।
১৯৭২ সালে তিনি সাহিত্য সংকলন ‘অব্যয়’ সম্পাদনা করেন। ১৯৭৫ সালে আরও কয়েকজনের সঙ্গে গঠন করেন সাহিত্য সংগঠন ‘অক্ষর’। ১৯৭৬ সালে দেশের শক্তিশালী সাহিত্য সংগঠন ‘ড্যাফোডিল’ প্রতিষ্ঠা করেন। প্রায় দেড় দশক তিনি সাহিত্য সংকলন ‘ড্যাফোডিল ’সম্পাদনা করেন এবং ১৩ বছর সংগঠনটির সভাপতিমন্ডীর সভাপতি ছিলেন।
১৯৭৪ সালে তিনি প্রথম বাংলাদেশ টেলিভিশনে একটি গানের দলের হয়ে সংগীত পরিবেশন করেন। ১৯৭৭ সালে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে হালিম আজাদের ‘পৃথিবীর কাছে নোটিশ’ কবিতাগ্রন্থ প্রকাশিত হয়। এই বই প্রকাশের সাথে জড়িতদের বিরুদ্ধে জিয়াউর রহমান সরকার মামলা দায়ের করে। ওয়ারেন্ট বের হলে তিনমাস আত্মগোপনে থাকেন হালিম আজাদ।
১৯৮৬ সালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রথম সাহিত্য সংকলন ‘নিরালোকে বসতি’ সম্পাদনা করেন। সংকলনটি মুক্তধারার একুশে পুরস্কার লাভ করে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ১৯৮৬ সালের ৭ ডিসেম্বর দেশের সবচেয়ে প্রাচীন সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ও ঢাকা থেকে প্রকাশিত ‘সন্ধ্যানী’তে ‘গণতন্ত্র ১৯৮৬’ কবিতাটি লিখেন কবি হালিম আজাদ।
১৯৭৯ সালে দৈনিক বাংলার বাণী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা পেশায় প্রবেশ করেন। এরপর থেকে গত ৩৪ বছর ধরে দৈনিক যুগান্তর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), চ্যানেল আই, সাপ্তাহিক বিচিত্রা এবং পুনরায় বাসসে যোগদান করেন।
তিনি দৈনিক বাংলার বাণীতে সাত বছর সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হালিম আজাদ এবং এই ক্লাবের বিভিন্ন সাব-কমিটিতে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তিনটার্মে ছয় বছর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য (বর্তমানে প্রকাশনা ও প্রচার সম্পাদক, পদাবলী (প্রতিষ্ঠাতা সদস্য) হালিম আজাদ।
কবি হালিম আজাদ ২০১০ ও ২০১২ সালে সম্পাদনা করেন সাহিত্য পত্রিকা ‘সমমনা’র দুটি সংখ্যা। ২০১৪ সালে সম্পাদনা করেন ঘাতকদের হাতে নিহত মেধাবী সন্তান তানভীর মুহাম্মদ ত্বকীর স্মারকগ্রন্থ ‘জনান্তিকে ত্বকী ’। একই বছর ঢাকার মিজান পাবলিশার্শ প্রকাশ করে হালিম আজাদের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক কিশোর উপন্যাস ‘নীল বাংকার’।
মহান মুক্তিযুদ্ধের সময়কার কয়েকজন কিশোর মুক্তিযোদ্ধার সাহসী কার্যক্রমের বাস্তব ঘটনাপ্রবাহের ওপর রচিত ‘নীল বাংকার’। উপন্যাসটির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক ক্যাটাগরিতে এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন হালিম আজাদ।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.