মো. মাঈন উদ্দিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে জন্মগ্রহণ করেন মো. মাঈন উদ্দিন। স্নাতক পরীক্ষার পরপর-ই জীবন ও জীবিকার সন্ধানে চলে যান ঢাকা শহরে; শুরু করেন কর্মজীবন। কর্মজীবনের শুরুতে তিনি টঙ্গীস্থ মধুমিতা রোডে অবস্থিত রাইজিং সান একাডেমিতে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি উত্তরা ছয় নম্বর সেক্টরে অবস্থিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা’য় কিছুদিন শিক্ষকতা করার পর চলে যান সাভার ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজে। সেখানে বছর দু-এক কর্মরত ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স করা এ লেখক বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত আছেন। জাতীয় পত্রিকায় তাঁর লেখালেখির সূচনা হয় রম্যগল্প দিয়ে। বর্তমানে জাতীয় পত্র-পত্রিকায় লিখছেন রম্যগল্প, শিশু-কিশোর গল্প, রোমান্টিক ছোটগল্প। এছাড়াও লিখছেন দেশ-বিদেশ সম্পর্কিত নানাবিধ কলাম। লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থ- ‘ফেঁসে গেলেন গেদু চাচা’, রম্য গল্পগ্রন্থ-২০১৭। ‘শুভ্র ভালোবাসা’, রোমান্টিক গল্পগ্রন্থ-২০১৮। ‘খুকি ও টিয়া পাখি’, শিশু-কিশোর গল্পগ্রন্থ-২০১৮। ‘শিয়াল পণ্ডিতের লোকসান’, শিশু-কিশোর গল্পগ্রন্থ-২০২০। ‘কাক ছানার অভিমান’, শিশু-কিশোর গল্পগ্রন্থ-২০২০।