ফজলুল হক মিলন
ফজলুল হক মিলন সময়ের একজন সাহসী ছড়াকার। শুধু একজন ছড়াকারই নন, একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, রম্য লেখক, সাহিত্য সমালোচক, সাংবাদিক ও সাহিত্যের অধ্যাপক। জন্ম ১ ডিসেম্বর নরসিংদী জেলার মাধবদীস্থ নওপাড়া গ্রামে। পিতা মরহুম হাফিজ উদ্দীন প্রধান এবং মাতা মরহুমা হাজী মোসাম্মৎ ফিরোজা বেগম। শিক্ষা জীবনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ভাষা সাহিত্যে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ২০০৫ সালে। ছোট বেলা থেকেই সাহিত্যের সাথে জড়িত। প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৪ সালে সাপ্তাহিক খোরাক পত্রিকায়। সেই থেকে শুরু। অদ্যবধি নিরলস ভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে কাজ করে আসছেন। লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে, সাপ্তাহিকে এবং লিটল ম্যাগে। এযাবৎ তার তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে 'ভ্যানেটি ব্যাগে তুমি কার ব্যথা রাখো' কাব্যগ্রন্থ (২০০৫) তারপর ২০০৬ সালে প্রকাশিত হয় সময়ের দুঃসাহসী ছড়াগ্রন্থ 'ফাটাফাটি ছড়া' এবং 'তারায় তারায় লুকোচুরি' নামে একটি কিশোর কবিতাগ্রন্থ প্রকাশিত হয় ২০১৪ সালে। তাছাড়া সম্পাদনা করেছেন দু'টি কাব্য গ্রন্থ, যৌথ গ্রন্থ রয়েছে সাতটিরও বেশী। ২০০৭ সালে একটি জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছে উপন্যাস 'স্বীকৃতি' দীর্ঘদিন যাবৎ সম্পাদনা করছেন শিল্প সাহিত্যের কাগজ 'বুনন'। আর এরই স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে কাব্যকথা জাতীয় সাহিত্য পদক লাভ করেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.