শাহাবুদ্দীন নাগরী
বহুমাত্রিক লেখক শাহাবুদ্দীন নাগরী ছড়াপাঠকদের অত্যন্ত প্রিয়। তিনি সব ধরনের ছড়া লিখে থাকেন। তার জন্ম ১৯৫৫ সালের ৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বি.এসসি. সম্মান এবং কীটতত্ত্বে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। পিতা মরহুম মহম্মদ সাবিরউদ্দিন এবং মা মরহুমা সায়েমা খাতুন। তার স্ত্রী ডা. আফতাবুন নাহার মাকসুদা বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। তাদের দু’ছেলে রেহান উদ্দিন নাগরী এবং ফারহান উদ্দিন নাগরী। কর্মজীবনে শাহাবুদ্দীন নাগরী একজন সরকারি চাকুরিজীবী। তার মৌলিক এবং সম্পাদিত গ্রন্থসংখ্যা ৬৬।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.