দীলতাজ রহমান
দীলতাজ রহমানের জন্ম ১৯৬১ সালের ১৭ সেপ্টেম্বর গােপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে। মা রাহিলা বেগম, বাবা সূফী ভূইয়া মােহাম্মদ জহুরুল হক। ব্যক্তিগত জীবনে দীলতাজ রহমান আশিক, ফারহানা, ফারজানা , আরিফ- চার সন্তানের জননী। আর এদের বাবা এ.কে ফজলুর রহমান ছিলেন রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের জেনারেল ম্যানেজার। ফেনী জেলার সােনাগাজী থানাধীন ধলিয়া মৌলবিবাড়ির বউ দীলতাজ রহমানের শ্বশুর ডাক্তার তফাজ্জল আহম্মদ। শাশুড়ি একই বাড়ির বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মৌলবি আবুল বাসার ওসমান। গণির কন্যা করিমননেসা। দীলতাজ রহমান বিট মাস্কট প্রাইভেট লিমিটেড-এর (সফটওয়্যার ফার্ম) চেয়ারম্যান। কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও, ক্রমে পাঠকমহলে দীলতাজ রহমানের গল্পই ব্যাপকভাবে সমাদৃত হয়। গল্প নির্মাণে যে পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় তিনি দেন, প্রতিটি গল্পের সাথে জীবনের যে ঘনিষ্ঠতা তিনি ফুটিয়ে তােলেন, তাতে শুধু। ভালােলাগা নয়, পাঠককে অবাক করেও ছাড়েন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.