আহমদ রেজা চৌধুরী
মানব মনের জটিল সমীকরণের খোঁজে আহমদ রেজা চৌধুরীর সাহিত্যজগতে বিচরণ। অবচেতন মনের ভুমিকা আবিষ্কার করতে তিনি একাধারে ঔপন্যাসিক ও ছোটগল্পকার। তাঁর মানসিক রোগ সিজোফ্রেনিয়া নিয়ে লিখিত উপন্যাস ‘তবুও তুমি’ নব প্রজন্মের সাড়া জাগানো কথাসাহিত্যের এক উদাহরণ। এই উপন্যাসে তিনি ঔপন্যাসিক চরিত্র (এফ আর খাঁন) সৃষ্টি করে তাঁর মাধ্যমে উপন্যাস রচনার পথিকৃৎ তৈরি করেন। বাংলা সাহিত্যে ২০২৪ খ্রিস্টাব্দের কোটা সংস্কার আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস আহমদ রেজা চৌধুরীর ‘নবারুণ’। ঐতিহাসিক এই উপন্যাসটি চলতি বছরের সেপ্টেম্বর মাসেই প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি মানসিক রোগ নিয়ে নিয়মিত গল্প লেখা ছাড়াও তাঁর লেখায় স্থান দেন মুক্তিযুদ্ধ এবং সাধারণ মানুষের জীবনে হাসি কান্নার বিবরণী। তাঁর প্রথম গল্পগ্রন্থ 'অনুগল্প সম্ভার-১' নামে প্রকাশিত হয়েছে। সাহিত্যচর্চায় সক্রিয়তায় সম্পাদনা করেছেন নিজ উপজেলার ইতিহাস ও ঐহিত্য নিয়ে ‘স্পর্শ- ইতিহাস ও ঐতিহ্যে বিয়ানীবাজার’ গ্রন্থ। বিয়ানীবাজার পৌর শহরে বৃহৎ আয়োজনে বর্তমান কালের বাংলা কথাসাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেলিনা হোসেন এই বইটির মোড়ক উন্মোচন করেন। অচিরেই প্রকাশের অপেক্ষায় রয়েছে তাঁর কয়েকটি উপন্যাস, কবিতা ও গল্পগ্রন্থ। সিলেট থেকে প্রকাশিত শিশু কিশোর ত্রৈমাসিক সাময়িকী সূচনা’র সম্পাদক আহমদ রেজা চৌধুরীর বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। ১৯৯৬ সালের ৪ মার্চ পিতা ফখরুল ইসলাম চৌধুরী ও মাতা আনোয়ারা বেগমের মাধ্যমে পৃথিবীতে তাঁর আগমন। তরুণ এই কথাসাহিত্যিক ও সাংবাদিক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স মাস্টার্স ফাস্ট ক্লাস পেয়ে এখন শিক্ষকতা ও সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.