আশরাফুল আলম পিন্টু
আশরাফুল আলম পিন্টু (১৫ মার্চ ১৯৬৪-২৭ আগস্ট ২০২৪) ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, শিশুসাহিত্যিক ও ছড়াকার।
জন্ম ও প্রাথমিক জীবন : আশরাফুল আলম পিনটুর জন্ম ১৯৬৪ সালের ১৫ মার্চ বরেন্দ্রভূমি রাজশাহীতে নানাবাড়ি কাদিপুরে।
কর্ম জীবন : আশরাফুল আলম পিনটুর মুদ্রিত আকারে লেখা প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে। ১৯৮১ সালে প্রকাশিত হয় তার প্রথম ছড়ার বই ‘তালপাতার বাঁশি।’ বইটি যৌথ ছড়ার বই। পিন্টুর প্রথম শিশুকিশোর গল্পগ্রন্থ ‘শ্মশানতলির সার্কাস’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। প্রথম শিশুকিশোর উপন্যাস ‘টুপিন ভাই জিন্দাবাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। তার মোট প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ৫০টি। এর মধ্যে শিশুকিশোর উপযোগী গল্প ও উপন্যাস ৩০টি। পিনটু ১৯৮৫ সালে ঢাকায় এসে খ্যাতিমান শিশুসাহিত্যিক আলী ইমামের সহযোগিতায় বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের স্ক্রিপ্ট রাইটারের কাজ শুরু করেন। এরপর ১৯৮৬ তে সাপ্তাহিক লাবণিতে রিপোর্টার হিসেবে যোগ দেন। ১৯৯৯ সালে যোগ দেন দৈনিক যুগান্তরে। সম্পাদনা করতেন ছােটদের পাতা ‘আলাের নাচন’। এ ছাড়া একদিন প্রতিদিন বিভাগের বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত যুগান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক (শিফট ইনচার্জ) হিসাবে কর্মরত ছিলেন।
প্রকাশনা : পুত্রের প্রতি লোকমানের উপদেশ, রূপকথা নয় চুপকথা, ছোট্টমোট্ট তারা আর ছোট্ট মেয়ে, কুয়োব্যাঙের একদিন, শেবার রানী ও হুদহুদ পাখি, সাহসী বালক, অন্য কোথাও, লেজআলা ঘুড়ি, মোরগ রাজা লালু, ছোট নদী আর ছোট্ট মাছ, কুয়োব্যাঙের একদিন, বড় ভাই ছোট ভাই, দিন যায় কথা থাকে, ছোটদের ছোট গল্প, শ্মাশানতলির সার্কাস, পরি আমার বোন, আমার আছো তুমি, তুমি প্রেম আমি ভলোবাসা, আনন্দবনের পাখিরা, ভূতের বই, ভালোবাসা তুমি, দাদুর বেড়াল, আমার আছো তুমি।
পুরস্কার : রূপকথা নয় চুপকথা গ্রন্থের জন্য আশরাফুল আলম পিনটু ২০০৮ সালে অর্জন করেছেন এম নুরুল কাদের পুরস্কার। ছোট মেঘ আর পাখি (২০০৯) এবং গাছটা একদিন মানুষ হয়ে গিয়েছিল (২০১০) গল্পের জন্য টানা দুবার ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়া ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ লাভ করেন তিনি।
মৃত্যু : ২০২৪ সালের ২৭ আগস্ট ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে আশরাফুল আলম পিন্টুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।