আবু হাসান শাহরিয়ার
আবু হাসান শাহরিয়ার
জন্ম: ২৫ জুন ১৯৫৯, রাজশাহী। পৈতৃকবাস কড্ডাকৃষ্ণপুর, সিরাজগঞ্জ। পেশা: সাংবাদিকতা। নেশা নৌকায় নদীতীরবর্তী জনপদে ঘুরে-বেড়ানো এবং বর্ষায় গাছ-লাগানো। অন্যান্য প্রকাশনা কবিতা: অন্তহীন মায়াবী ভ্রমণ, অব্যর্থ আঙুল, তোমার কাছে যাই না তবে যাব, একলব্যের পুনরুত্থান, নিরস্তরের ষষ্ঠীপদী, এবছর পাখিবন্যা হবে, ফিরে আসে হরপ্পার চাঁদ, হাটে গেছে জড়বস্তুবাদ, সে থাকে বিস্তর মনে বিশদ পুরানে, আবু হাসান শাহরিয়ারের প্রেমের কবিতা, আড়াই অক্ষর, তোমাদের কাচের শহরে, কিছু দৃশ্য অকারণে প্রিয়, অসময়ে নদী ডাকে কাব্য: বালিকা আশ্রম প্রবন্ধ: উদোরপিণ্ডি, কালের কবিতা কালান্তরের কবিতা, কবিতার প্রান্তকথা, কবিতা অকবিতা অল্পকবিতা, কবিতার বীজতলা, আবু হাসান শাহরিয়ারের প্রবন্ধ ননফিকশন/আখ্যান: অর্ধসত্য, সমাত্মজীবনী: মিডিয়া ও প্রতিমিডিয়া, পায়ে পায়ে, যাইত্যাছি যাইত্যাছি কই যাইত্যাছি জানি না, নৈঃশব্দ্যের ডাকঘর (মৃণাল বসুচৌধুরীর সঙ্গে যৌথভাবে), আমরা একসঙ্গে হেঁটেছিলাম ছোটগল্প: আসমানী সাবান সংলাপ: কবিতার সঙ্গে কথোপকথন কিশোর-কবিতা পায়ে নূপুর, ভরদুপুরে অনেক দূরে, আয়রে আমার ছেলেবেলা সম্পাদনা: প্রামাণ্য শামসুর রাহমান, দেশপ্রেমের কবিতা, বিরহের কবিতা, ছোটগল্প ৯৮, জীবনানন্দ দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র, জীবনানন্দ দাশের গ্রন্থিত- অগ্রন্থিত শ্রেষ্ঠ কবিতা, জীবনানন্দ দাশের প্রেমের কবিতা, রূপসী বাংলা (কবিকৃত পাণ্ডুলিপি সংস্করণ), বনলতা সেন, জীবনানন্দ দাশ: মূল্যায়ন ও পাঠোদ্ধার, কবিদের লেখা প্রেমপত্র, ৩২ নম্বর: চোখের আলোয় দেখেছিলেম, ছোটগল্প: ৯৮