দেবদুলাল সমদ্দার
দেবদুলাল সমদ্দার ১৯৭৫ সালের ১ জানুয়ারি বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। বরগুনা জেলা স্কুল থেকে মাধ্যমিক, বরগুনা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমকম পাস করেন। পেশাগতভাবে পটুয়াখালী জেলা জজ আদালতে কর্মরত।
সংগীত পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই তবলার সাথে তার নিবিড় সম্পর্ক। বাবা নৃত্য গোপাল সমদ্দারের কাছে তবলায় হাতেখড়ি। কলকাতায় পড়াশোনার সময়ে পণ্ডিত আশিষ মুখার্জী, প্রয়াত পণ্ডিত মানস ব্যানার্জী মহাশয়ের কাছে তবলায় তালিম নেন। পরবর্তী সময়ে পণ্ডিত পতিত পাবন নট্ট মহাশয়ের কাছে পাখোয়াজে তালিম নেন। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে উচ্চাঙ্গ সংগীত ও বাদ্যযন্ত্র সংগীত শিল্পী (তবলা ও পাখোয়াজ) হিসেবে তালিকাভুক্ত।
কন্যা দেবপ্রিয়া সমদ্দার বাংলাদেশ বেতার-বরিশাল কেন্দ্রের যন্ত্রসংগীত (বেহালা) তালিকাভুক্ত শিল্পী।
পুত্র দেবদ্যুতি সমদ্দার।