কাজী জয়নুল আবেদীন বীরপ্রতীক
কাজী জয়নুল আবেদীন বীরপ্রতীক নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত দেবীসিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বনানী ডিওএইচএসের ৩২/২ জারাসা-এর স্থায়ী বাসিন্দা। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীরপ্রতীক খেতাবে ভ‚ষিত হন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিকালীন তিনি আইএমএস অফিসারদের জন্য নির্ধারিত ব্যবস্থাপনা বিষয়ে বিএমডিসিতে (বিআইএম) এক বছর এবং একই বিষয়ে পূর্ব জার্মানিতে ‘একাডেমি ফর সোশ্যালিস্ট ম্যানেজমেন্ট’ থেকে ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৩ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি আইএমএস অফিসার হিসেবে বিভিন্ন সেক্টর করপোরেশন ও শিল্পপ্রতিষ্ঠানে চাকরি করেন। ১৯৮২ সালে সরকার আইএমএস ক্যাডার বিলুপ্ত করে ক্যাডার অফিসারদের বিভিন্ন চাকরিতে আত্তীকরণের সিদ্ধান্ত নেয়। তখন তিনি পুলিশ বিভাগে যোগদান করেন। ১৯৮৩ সালে তিনি সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের জন্য নির্ধারিত এক বছর আইন ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পুলিশ বিভাগে চাকরি করাকালীন তিনি মালয়েশিয়াতে সিনিয়র কমান্ড কোর্স ও দেশে পুলিশ স্টাফ কলেজের উচ্চতর ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৬ সালের জানুয়ারিতে তিনি ডিআইজি হিসেবে অবসর গ্রহণ করেন। লেখক মুক্তিসংগ্রাম প্রত্যক্ষ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে তার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।‘মুক্তিযুদ্ধের কথা’ শিরোনামে তিনি একটি নিবন্ধ রচনা করেছেন। যা মোহাম্মদ সাদাত আলী সম্পাদিত ‘মুক্তিযুদ্ধ ৭১-বাঙালির নতুন ইতিহাস’ বইয়ে সংকলিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার অনেক নিবন্ধ বিভিন্ন সাময়িক ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.