শান্তনু কায়সার
মাকসুদা খাতুন ও সিরাজুল হকের সন্তান শান্তনু কায়সার ১৯৫০ খ্রিস্টাব্দের ৩০ ডিসেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ (সাজনমেঘ) গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাঠগ্রহণের পর বিভিন্ন কলেজ ও দুটি বিশ্ববিদ্যায়ে অধ্যাপনা শেষে অবসর গ্রহণ করলেও সাহিত্যপাঠ ও চর্চায় তিনি নিরলস কর্মী। কবিতা, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ, সম্পাদনা মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁয়তাল্লিশ। সাহিত্যে অনুবাদের জন্য এ পর্যন্ত তিনি প্রত্যাশা (সাহিত্য) পুরস্কার, ১৯৯০; আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৫; অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পুরস্কার, ১৯৯৯; কুমিল্লার কাগজ পুরস্কার, ২০০৫-এ ভূষিত হয়েছেন। ২০১৩-য় পেয়েছেন অদ্বৈত সম্মাননা ও জীবনানন্দ পুরস্কার। তাঁর নাটকের মধ্যে রয়েছে : বাংলা একাডেমি প্রকাশিত নাট্যত্রয়ী (সাজনমেঘ, রূপান্তর, আমরা), সন্দেশ প্রকাশিত তুমি এবং অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত তিতাস একটি নদীর নাম। এছাড়া বাংলা একাডেমি প্রকাশ করেছে শেকস্পীয়রের সমকালীন স্প্যানিশ নাট্যকার লোপে দে ভেগার কৃষক-নাট্য ফুয়েন্তে অভিজুনা। একাডেমি থেকেই প্রকাশিত হয়েছে রবার্ট ব্রাস্টেইনের থিয়েটার অব রিভোল্ট অবলম্বনে বিদ্রোহী নাট্যতত্ত্ব : ত্রয়ী নাট্যকার। শুদ্ধস্বর প্রকাশ করেছে কাব্য ও নাট্য : কাব্যনাট্য।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.