কাজী সুলতানুল আরেফিন
কাজী সুলতানুল আরেফিন ১৯৮৪ সালের ১৭ই এপ্রিল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আওতাধীন পাঠাননগর ইউনিয়ন এর অন্তর্গত ‘পূর্ব শিলুয়া’ গ্রামের ঐতিহ্য বাহী কাজী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। মা, বাবা সহ দুই ভাই ও এক বোনের সংসারে তিনি বড়। লেখা পড়া সম্পন্ন করেছেন চট্রগ্রাম সরকারী সিটি কলেজ থেকে। শহরের আধুনিকতা ছেড়ে গ্রামের সবুজ সমারোহে মিশে যাওয়া এই লেখকের মন বার বার ছুটে যায় ফেলে আসা চট্রগ্রামে। তবুও লেখকের মতে গ্রামেই প্রশান্তি। লেখকের বেশীরভাগ লেখা মানুষের জীবন থেকে নেয়া! দেশের ১ম সারির জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখা প্রকাশিত হয়। লেখকের মোট প্রকাশিত বই ৫ চাঁদের আলো ও দিন-রাত- উপন্যাস (বইঘর প্রকাশনী)২০১৫ইং আগুনি কমল- রম্য উপন্যাস (বইঘর প্রকাশনী)২০১৬ইং কমল ও পরীর দল- রম্য কিশোর উপন্যাস (দাঁড়িকমা)২০১৮ইং মেপে হাসুন চেপে হাসুন- রম্য গল্প- (সাহিত্যদেশ)২০২০ইং শেষ রাতের ট্রেন- গল্পগ্রন্থ- (দাঁড়িকমা প্রকাশনী)২০২১ইং নীল যন্ত্রণার নিলা- উপন্যাস- (প্রজন্ম প্রকাশনী) ২০২২ইং
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.