মাহফুজ ফারুক
মাহফুজ ফারুক কবিতা লেখেন। লেখেন ছড়া, গদ্য, গল্প, গান, ফিচার, নাটক প্রভৃতি। নন্দিত উপস্থাপক ও সংগঠক হিসেবে রয়েছে তার বিশেষ পরিচিতি। জন্ম ১৬ মার্চ ১৯৮৫ নওগাঁর সাপাহার উপজেলার আইহাই গ্রামে। বাবা আলহাজ রমজান আলী। মা মিসেস যােহরা বেগম। কমিউনিটিমিডিয়া সেক্টরে মাহফুজ ফারুক একটি সুপরিচিত নাম। বর্তমানে তিনি অনলাইন টিভি চ্যানেল ৮৭' এর ডিরেক্টর হিসেবে কর্মরত। তার হাত ধরে সম্প্রচারে এসেছে গাইবান্ধার রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম। প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নােয়াখালীর হাতিয়া উপজেলার রেডিও সাগরদ্বীপ ৯৯.২ এফএম ও নওগাঁর বরেন্দ্র রেডিও ৯৯.২ এফএম-এ । এছাড়া তিনি একাধিক টেলিভিশন, দৈনিক পত্রিকা ও নিউজ পাের্টালে সক্রিয় সংবাদকর্মী হিসেবে যুক্ত ছিলেন। আদিবাসী শিশুদের মুখের ভাষায় পাঠদানের প্রয়ােজনীয়তা ও অধিকার বিষয়ক রিপাের্টিংয়ের জন্য ইউনিসেফ কর্তৃক “মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৫' লাভ করেন। এছাড়া নারী উদ্যোক্তা বিষয়ক রিপাের্টিংয়ের জন্য লাভ করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক ‘গার্ল পাওয়ার মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৪'। সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে ভ্রমণ করেছেন ভারত ও নেপাল। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: কমিউনিটি রেডিও ব্রডকাস্টিং ছােটদের পাঠ (গণমাধ্যম) ২০১৮, কমিউনিটি রেডিও সাংবাদিকতা (গণমাধ্যম) ২০১৪, ইউসুফও নয় জুলেখাও নয় (কবিতা) ২০১২ ও ধুম মাচালে ধুম (ছড়া) ২০০৮। বর্তমানে তিনি সাহিত্য বিষয়ক ছােট কাগজ ‘অন্যথা এবং গণযােগাযােগ ও সাংবাদিকতা বিষয়ক ছোটকাগজ `মিডিয়াপাঠ' সম্পাদনা করছেন। এছাড়া বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন: প্রতিধ্বনি, কাঠবিড়ালী ও কিশাের আয়ােজন।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.