কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ বাংলা ভাষার উনিশ শতকীয় স্বনামধন্য কবি। তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরায়শী তবে তিনি কায়কোবাদ বা ‘মুন্সী কায়কোবাদ’ নামেও পরিচিত ছিলেন। বাংলা ভাষার উল্লেখযোগ্য কবিদের মধ্যে কায়কোবাদ একজন। তিনিই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। কায়কোবাদ ছিলেন বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।
কায়কোবাদের মহাকাব্যের নাম মহাশ্মশান, এটি ১৯০৪ সালে প্রকাশিত হয়।
কায়কোবাদ ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা-পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় কায়কোবাদ ছিলেন ঢাকা জেলা জজকোর্টের একজন আইনজীবী শাহামাতুল্লাহ আল কোরেশীর পুত্র। কায়কোবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করেন। বাবার অকাল মৃত্যুর পর তিনি ঢাকা মাদ্রাসাতে (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) ভর্তি হন, যেখানে তিনি প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছিলেন।
কায়কোবাদের কাব্যগ্রন্থ :
বিরহ বিলাপ (১৮৭০)–কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ
কুসুম কানন (১৮৭৩)
অশ্রুমালা (১৮৯৬)
মহাশ্মশান (১৯০৪)–কায়কোবাদ রচিত মহাকাব্য
শিব-মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১)
অমিয় ধারা (১৯২৩)
শ্মশানভষ্ম (১৯২৪)
মহররম শরীফ (১৯৩৩)–‘মহররম শরীফ’ কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনি কাব্য।
শ্মশান ভসন (১৯৩৮)
প্রেমের বাণী (১৯৭০)
প্রেম পারিজাত (১৯৭০)
বাংলা মহাকাব্য ও গীতিকবিতার স্বর্ণযুগে মহাকবি কায়কোবাদ ইতিহাস আশ্রয়ী মহাশ্মশান মহাকাব্য রচনা করে সাহিত্যে গৌরবময় আসন অধিকার করে নিয়েছেন। বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্য ১৯২৫ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ মহাকবি কায়কোবাদকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ’ ও ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত করেন।
১৯৫১ সালের ২১ জুলাই ৯৪ বছর বয়সে কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকার আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.