আলী সিদ্দিকী
আলী সিদ্দিকী
আলী সিদ্দিকী জন্ম ১৯৬১, চট্টগ্রাম শহরের উপকণ্ঠে, রামপুর ওয়ার্ডে। গল্পকার, কবি ও প্রাবন্ধিক হিসেবেই অধিক পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেন। কর্মজীবন শুরু করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে। ১৯৯১ এর ভয়াল ঘূর্ণিঝড়ের সময় যোগদান করেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এ। এরপর ব্রিটিশসংস্থা ওভারসীজ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও অ্যাকশন এইড-এ খণ্ডকালীন কাজ করেন। পরবর্তীতে ইউএসএআইডি পরিচালিত আরবান ফ্যামিলি হেলথ প্রোগ্রামের আওতায় প্রকল্প পরিচালক হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন। ২০০০ সালে সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হন এবং ডেভরাই ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে জনসন এন্ড জনসন-এ কর্মরত আছেন। লিখেছেন দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ পত্রিকায়। বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম ও গল্প লেখার পাশাপাশি কবিতাতেও সিদ্ধহস্ত। প্রবাসজীবনেও লেখালেখি করছেন নিয়মিত। প্রকাশিত গ্রন্থ ১২। দেশ-বিদেশের পত্র-পত্রিকা এবং ওয়েবম্যাগে লিখে চলছেন সৃজনশীল সব লেখা।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.