সৈকত রায়হান
সৈকত রায়হান ১ জুলাই ১৯৭৪ সালে ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন মুন্সীর হাট ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জামমুড়া’য় জন্মগ্রহণ করেন। বাবা মরহুম জয়নাল আবেদীন ও মা মরহুমা রহিমা খাতুন। ৬ ভাই ১ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শিক্ষাগত জীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি সাপ্তাহিক ফেনী খবর-এর বার্তা ও সাহিত্য সম্পাদক হিসেবে নিযুক্ত। সৈকত রায়হান কাব্যচর্চার পাশাপাশি মুক্ত সাংবাদিক হিসেবেও কাজ করেন। তিনি অনিয়মিত সাহিত্য পত্রিকা শব্দবাহন এর সম্পাদক। তার প্রকাশিত বই শালফুলি বৃষ্টি (যৌথ কাব্যগ্রন্থ)।
ফটোগ্রাফি কবির অনন্য নেশা।