সৈয়দ আকরাম হোসেন। একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ নিয়ে গবেষণা ও বিশ্লেষণের জন্য পরিচিত , যা তাকে বাংলাদেশের সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলে। তিনি ২০১৬ সালে বাংলা একাডেমি কর্তৃক রবীন্দ্র পুরুষকারে ভূষিত হন এবং ২০১৭ সালে বাংলাদেশ সরকার গবেষণা বিভাগে একুশে পদকে ভূষিত হন ।
কর্মজীবন : হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি উলুখাগড়া নামে একটি আধুনিক সাহিত্য পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রবীন্দ্রনাথের উপন্নাশ: দেশকাল ও শিল্পরূপ (1969)
রবীন্দ্রনাথের উপন্নাশ: শিল্পরূপ ও শিল্পরূপ (1977)
রবীন্দ্রনাথের উপন্যাস: প্যাটার্নস অফ থট অ্যান্ড রিপ্রেজেন্টেশন (2015)
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.