মুকুন্দ মণ্ডল
জন্ম : ৩০ জুন ১৯৫৭। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রাম। পিতা-ধীরেন্দ্র নাথ মণ্ডল, মাতা-কালীদাসী মণ্ডল। বাবা-মায়ের প্রথম সন্তান। পড়ালেখা : যশোর সরকারি এম এম কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান।রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পেশা : শিক্ষকতা, সহকারী অধ্যাপক (অব.) কালীগঞ্জ সরকারি কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। লেখালেখি : ছোটবেলা থেকে কবিতা অনুরাগী। সত্তরের দশকের মাঝামাঝি লেখার সূত্রপাত। ১৯৭৪ সালে ঢাকার একটি সাপ্তাহিক পত্রিকায় প্রথম প্রকাশিত ছড়া, ছদ্মনামে। পরে যশোর শহর থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে নিয়মিত লেখা প্রকাশ। বিভিন্ন কারণে লেখালেখির ছেদ। মোটামুটিভাবে বলতে গেলে ২০২১ থেকেই নিয়মিত পথে হাঁটার চেষ্টা। ২০২৩-এ বইমেলায় প্রকাশিত কবিতার বই ‘শূন্যতায়ও বানিয়েছি পাহাড়’ আমার প্রথম প্রকাশ। সম্মাননা : পূষা সম্মাননা স্মারক, কলকাতা। পুরস্কার: প্রথম পুরস্কার-কবিতা আবৃত্তিতে,