হামিদ কায়সার
হামিদ কায়সার, জন্ম ১৪ নভেম্বর, ১৯৬৬। বাবা আব্দুর রহমান মাস্টার। মা হামিদা বেগম। লেখালেখির শুরু কলেজ জীবন থেকে। পড়াশােনা শেষ করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মুলত গল্পকার। তার গল্পের বিষয়, পটভূমি ভিন্নতর ব্যঞ্জনা তৈরি করে। গল্পের পাশাপাশি উপন্যাসেও সমান স্বাচ্ছন্দ। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮) পছন্দ করেন ভ্রমণ করতে । সবসময় ভ্রমণের ভেতর খুঁজে বেড়ান লেখার রসদ। জীবন। জীবিকার প্রয়ােজনে চাকরি-বাকরি করাকে তীব্র অপছন্দ করলেও লেখালেখির বিষয়টা মাথায় ঘুণপােকার মতাে কিলবিল করে। বিবাহিত জীবনে স্ত্রী কানিজ ফাতেমা শাহীন ও পুত্র অনির্বাণ কায়সারকে নিয়ে সুখের সংসার।
Subscribe and be a part of Read Chain and Get Exclusive Reward, Special Discount & More
Simple Black T-Shirt
5.0
62 Reviews242 orders
Seamlessly predominate enterprise metrics without performance based process improvements.